বডি প্রদর্শনে সাবেক দেশসেরা মোহাম্মদ নজরুল ইসলাম আর নেই। গতকাল ভোরে গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন তিনি। পাকস্থলীতে পানি জমেছিল। কোনো খাবারই খেতে পারছিলেন না। বাদ জোহর আরমানিটোলা বড় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। আজিমপুর গোরস্থানে দাফন হওয়ার কথা। নজরুল একাধিকবার বডিবিল্ডিংয়ে চ্যাম্পিয়ন হয়ে মিস্টার বাংলাদেশ খ্যাতি পেয়েছিলেন। এক যুগেরও বেশি সময় বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
খেলোয়াড়ি জীবনে বডিবিল্ডিং ছাড়াও কুস্তি ও জুডো প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিতেন।