বল হাতে তিন ফরম্যাটেই টাইগারদের হয়ে ২০২৪ সালটা স্বপ্নের মতো কাটিয়েছেন তাসকিন আহমেদ। তবে ওয়ানডেতে তাসকিন যেন ছিলেন একটু বেশি দুরন্ত। তাই তো মাত্র সাত ম্যাচ মাঠে নেমেই উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন তাসকিন। সাত ম্যাচে তাসকিনের ঝুলিতে এ বছর ছিল ১৪ উইকেট। গোটা আসর জুড়েই নিখুঁতভাবে সব বিভাগেই কার্যকর ছিলেন এ টাইগার পেসার। বিশেষ করে মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তার ৩ উইকেটের স্পেল ছিল দুর্দান্ত। তার বোলিং জাদুতে সেদিন সফরকারীদের হারিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। তবে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় রয়েছে শ্রীলঙ্কানদের আধিপত্য। লঙ্কানদের মোট তিনজনের সঙ্গে জোড়া ক্রিকেটার আছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের। এ ছাড়া একজন করে ক্রিকেটার জায়গা হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড থেকে।
উইজডেন বর্ষসেরা ওয়ানডে একাদশ : সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশাল মেন্ডিস (উইকেট কিপার), আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফেন রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, এ এম গজনফর ও তাসকিন আহমেদ।