দুই আবাহনীর লড়াইয়ে জয় পেয়েছে ঢাকা আবাহনী। গতকাল চট্টগ্রাম আবাহনীকে ৪-০ গোলে পরাজিত করে এক লাফে পঞ্চম থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ছয়বারের চ্যাম্পিয়নরা। এ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে ঢাকা মোহামেডানের পেছনে অবস্থান করছে ঢাকা আবাহনী। দুই দলের পার্থক্য পাঁচ পয়েন্ট। সাত ম্যাচে সব কটিতে জয়ী হয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে সাদা-কালোর ঐতিহ্যবাহী দলটি। বড় কোনো অঘটন না ঘটলে প্রথম লেগে সবার ওপরেই থাকবে মোহামেডান। ঘরোয়া ফুটবলে অনেক দিন পর মোহামেডান এক এবং আবাহনী দুইয়ে অবস্থান করছে। প্রথম তিন পেশাদার লিগে আবাহনী চ্যাম্পিয়ন ও মোহামেডান রানার্সআপ হয়েছিল। এরপর থেকে সাদা-কালোদের অবস্থানের অবনতি ঘটতে থাকে। অবশ্য গতবার রানার্সআপ হয়েছিল মোহামেডান। চ্যাম্পিয়ন ছিল বসুন্ধরা কিংস। এখন দুই দল শীর্ষে দুইয়ে থাকলেও শেষ পর্যন্ত কী যে হয় তা দেখার বিষয়। ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরা গ্রুপ পেশাদার লিগের পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ঢাকা আবাহনী যে জয় পাবে এ নিয়ে সংশয় ছিল না। ব্যবধান বড় না ছোট সেটাই ছিল দেখার বিষয়। শেষ পর্যন্ত সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে ঢাকার দলটি। ফেডারেশন কাপে মোহামেডানকে হারিয়ে আবাহনী ছিল উজ্জীবিত। তারপরও গোল পেতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। গোলের শুরুটা হয় পেনাল্টি থেকে। ইব্রাহিমকে বক্সে চট্টগ্রাম আবাহনীর ফজলে রাব্বী ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে জালে বল পাঠান ইব্রাহিম। ফেডারেশন কাপে ইব্রাহিমের গোলেই মোহামেডানকে হারায় আবাহনী।
৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনামুল। ৬৬ মিনিটে ইব্রাহিম দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন। পাঁচ মিনিট পর দলের শেষ গোল করেন আসাদুল। সাত ম্যাচে চট্টগ্রাম আবাহনীর ভান্ডারে এখনো পয়েন্ট জমা পড়েনি। ১৮ জানুয়ারি আবাহনীর পরবর্তী ম্যাচ রহমতগঞ্জের বিপক্ষে।