অভিমানেই হয়তো আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট লিখে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায়ের ঘোষণা জানান। পোস্টে তিনি লেখেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি থাকছেন না, আর ফিরছেন না আন্তর্জাতিক ক্রিকেটেও।’ তার এই ঘোষণায় জাতীয় দলে পঞ্চপা-বের দুজন- মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবালের ক্যারিয়ারে ইতি পড়ল। সাকিব আল হাসান আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তার আন্তর্জাতিক ক্যারিয়ারও প্রায় শেষ। বাকি দুজনের মধ্যে মুশফিকুর রহিম এখন টেস্ট ও ওয়ানডে এবং মাহমুদুল্লাহ রিয়াদ শুধু ওয়ানডে খেলছেন। দেড় যুগের টেস্ট (৭০), ওয়ানডে (২৪৩) ও টি-২০ (৭৮) মিলিয়ে তামিম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩৯১টি। রান করেছেন ১৫২৪৯ (টেস্ট-৫১৩৪, ওয়ানডে-৮৩৫৭, টি-২০-১৭৫৮)। সেঞ্চুরি করেছেন ২৫টি (টেস্ট-১০, ওয়ানডে-১১ ও টি-২০-১)। বহু জয় উপহার দেওয়ার নায়ক ৩৮ বছর বয়সি তামিমের বিদায়ে সতীর্থরা কথা বলেছেন। প্রিয় বন্ধু তামিমের বিদায়ে মুশফিকুর রহিম লিখেছেন, ‘তোর অবসরের পর, আমি তোর অর্জনের জন্য কতটা গর্বিত তা প্রকাশ করতে চাই তামিম। দোস্ত, তুই বাংলাদেশ ক্রিকেটের একজন অসাধারণ দূত এবং একজন বিশ্বমানের ব্যাটসম্যান। দুবাইতে আমাদের জুটির কথা আমি সব সময় মনে রাখব। বিশেষ করে যখন তুই ভাঙা আঙুল নিয়েও ব্যাট করেছিলি। এটি দেশের প্রতি তোর নিষ্ঠা এবং খেলার প্রতি আবেগকে প্রকাশ করেছিল। শুভ অবসর, দোস্ত। মাঠে তোমাকে মিস করব, কিন্তু ক্রিকেটের মাধ্যমে এত ভালো বন্ধু পেয়ে আমি কৃতজ্ঞ।’ নিজেদের জুটির ছবি প্রকাশ করে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, ‘তামিম, দীর্ঘ এবং অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারে তোমার অসাধারণ সাফল্যের জন্য অনেক অভিনন্দন। তুমি অনেক অর্জন করেছ এবং বাংলাদেশ দলের জন্য অপরিসীম অবদান রেখেছ। আমার মনে হয়, এটিই ছিল শেষবার যখন আমরা বাংলাদেশ দলের হয়ে একসঙ্গে ব্যাট করেছিলাম। তোমার সঙ্গে খেলা, মাঠে এবং বাইরে এত স্মৃতি ভাগাভাগি করে নেওয়া আনন্দের ছিল। আমি তোমার অবসরের জন্য শুভকামনা করি এবং ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপের জন্য শুভকামনা জানাই।’
টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেন, ‘প্রিয় তামিম ভাই, আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা, সহখেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে। আপনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্তকে অবশ্যই আপনাকে ভাবতে হয়েছে এবং সেটিকে আমি শ্রদ্ধা জানাই। তবে ড্রেসিং রুমে এবং ২২ গজে আপনার সঙ্গ আমরা ভীষণভাবে মিস করব।’
সৌম্য সরকার লিখেন, ‘নতুন সূচনা এবং জীবনের অসংখ্য স্মৃতির জন্য শুভেচ্ছা। অবসর শেষ নয়, এটি কেবল একটি সুন্দর নতুন অধ্যায়ের সূচনা। সামনের যাত্রা উপভোগ করার জন্য শুভকামনা। অবসরের শুভেচ্ছা, ভাই। মাঠে তোমার অভাব বোধ হবে।’