২০০৭-২০০৮ মৌসুমে পেশাদার ফুটবল লিগ শুরু হয়েছিল। সেবার শিরোপা না জিতলেও প্রথম লেগে শীর্ষে ছিল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। এরপর আর শীর্ষে উঠতে পারেনি। ১৭ বছর পর প্রথম লেগে শীর্ষে ফেরাটা সাদা-কালোদের নিশ্চিত বলা যায়। গতকাল বসুন্ধরা গ্রুপ পেশাদার লিগে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-১ গোলে হারিয়ে টানা সাত ম্যাচে জয় পেয়েছে মোহামেডান। এ জয়ে পূর্ণ ২১ পয়েন্ট তাদের অ্যাকাউন্টে জমা পড়েছে। প্রথম লেগে ম্যাচ বাকি রয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও ইয়ংমেন্স ফকিরেরপুলের বিপক্ষে। মোহামেডান এখন যে গতিতে এগিয়ে চলেছে তাতে দুটি ম্যাচই জেতার সম্ভাবনা। ব্রাদার্স কিছুটা ব্যালান্সড দল হলেও ফকিরেরপুল বাধা হয়ে দাঁড়ানোর মতো দল নয়। তাই প্রথম লেগে মোহামেডানের শীর্ষে থাকা অনেকটা নিশ্চিত। টানা ছয় ম্যাচ জিতে রহমতগঞ্জের মুখোমুখি হলেও মোহামেডান কিছুটা টেনশনে ছিল। ফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে হার মানে সাদা-কালো শিবির। তারপর আবার লিগের আগের ম্যাচে স্যামুয়েল বোয়াটেংয়ের ডাবল হ্যাটট্রিকে পুরান ঢাকার দলটি বিধ্বস্ত করেছিল ওয়ান্ডারার্সকে। মাত্র ৩ পয়েন্টে পিছিয়ে রহমতগঞ্জের অবস্থান ছিল ২-এ। জিতলেই যৌথভাবে মোহামেডানের সঙ্গে শীর্ষে থাকবে। না, তা আর পারেনি। সমানতালে লড়লেও লিগে দ্বিতীয় হারের মুখ দেখেছে রহমতগঞ্জ। আজ ঢাকা আবাহনী জিতলে ২-এ উঠে যাবে। ফেডারেশন কাপে বিদায়ঘণ্টা বাজলেও লিগে ধারাবাহিকতা ধরে রেখেছে মোহামেডান। শুধু প্রথম লেগে শীর্ষে নয়, পেশাদার লিগে প্রথমবার শিরোপার হাতছানি দিচ্ছে মোহামেডানকে।
মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে যোগ করা সময়ে মেহেদী হাসান মিঠুর ক্রসে রাজু আহমেদ জিসান গোল করে মোহামেডানকে এগিয়ে রাখেন। কিছুক্ষণ পরই রহমতগঞ্জ পেনাল্টি পেলেও নাবীব নেওয়াজ জীবন সমতা ফেরাতে পারেননি। তাঁর শট রুখে দেন মোহামেডানের গোলরক্ষক সুজন। ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। লিগে ৬ গোল করে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসে আছেন। ৪ মিনিট পরই ইমানুয়েল সানডে দলের তৃতীয় গোল করলে মোহামেডানের জয় নিশ্চিত হয়। ৮৬ মিনিটে স্যামুয়েল বোয়াটেং ব্যবধান কমালেও হার ঠেকাতে পারেননি। ১১ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন বোয়াটেং। এদিকে বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুষ্ঠিত ম্যাচে গোল রক্ষক শ্রাবণের ভুলে আত্মঘাতী গোল খেয়ে বসে কিংস। এরপরও পিছিয়ে থেকে ৪-১ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুলকে পরাজিত করেছে বসুন্ধরা কিংস। প্রথমার্ধে ১০ জনের দল নিয়েও এগিয়ে ছিল ফকিরেরপুল। ৬৯ মিনিটে ম্যাচে সমতায় ফেরে কিংস। জনাথন ফার্নান্দেজ গোলটি করেন। ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম। ৭৫ মিনিটে রফিক করেন তৃতীয় গোল। ৮৩ মিনিটে রাকিব কিংসের শেষ গোলটি করেন। এ জয়ে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ৪-এ উঠে এলো কিংস। গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ৪-১ গোলে হারায় ওয়ান্ডারার্সকে। বিজয়ী দলের ইমন, মাহবুবুর, এলিটা কিংসলে ও চেকসেন এবং বিজিত দলের সিফাত গোল করেন। পুলিশ ও ফর্টিস ১-১ গোলে ড্র করেছে। পুলিশের মোরশেদুল ও ফর্টিসের মনজুর গোল করেন।