বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে চমক দেখিয়েছে ঢাকা আবাহনী। গতকাল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে ১-০ গোলে জিতেছে আবাহনী। ২০২৩ সালের পর ফেডারেশন কাপে ছয় ম্যাচ পর মোহামেডানকে হারিয়েছে তারা। প্রথমার্ধ গোলশূন্য হলেও দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের একমাত্র গোলে টুর্নামেন্টের নকআউট পর্বের দিকে এগিয়ে গেল আকাশি দলটি। প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারায় ঢাকা আবাহনী। বি-গ্রুপে দুই ম্যাচের জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা এখন দুইয়ে। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও তিন গোলের ব্যবধানে শীর্ষে রহমতগঞ্জ। অন্যদিকে তিন ম্যাচের দুটিতে হেরে গ্রুপ পর্ব উতরানোর শঙ্কায় মোহামেডান। দিনের অন্য ম্যাচে ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনী ও ফকিরেরপুল ২-২ গোলে ড্র করেছে।