বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করছিলেন এনামুল হক বিজয়। নিজেকে শীর্ষেও তুলে এনেছিলেন। তবে ১ রানে পিছিয়ে পড়েছেন দুর্বার রাজশাহীর এ ব্যাটার। গতকাল ৮০ রানের দুরন্ত এক ইনিংস খেলে নিজেকে শীর্ষে তুলে এনেছেন রংপুর রাইডার্সের সাইফ হাসান। ৪ ম্যাচে ১৮৬ রান করেছেন তিনি। দিনের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে নিজেকে ফের শীর্ষে তুলে আনার সুযোগ পেয়েছিলেন এনামুল। তবে তিনি ব্যর্থ হয়েছেন। ৩৯ রানে বোল্ড হয়েছেন শাহিন আফ্রিদির বলে। ৪ ম্যাচে মোট ১৮৫ রান নিয়ে দুই নম্বরে নেমে গেছেন এনামুল। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পায় দুর্বার রাজশাহী। দিনের প্রথম ম্যাচে রানের বন্যা হলেও দ্বিতীয় ম্যাচে রান তেমন হয়নি। রাজশাহী ২০ ওভারে ১৬৮ রান করে ৪ উইকেট হারিয়ে। দলের পক্ষে সর্বোচ্চ রান এনামুলের (৩৯)। এ ছাড়া জিসান আলম ৩৮, ইয়াসির আলি ৩৭ ও মোহাম্মদ হারিস ২২ রান করেন। বল হাতে বরিশালের পক্ষে সবচেয়ে সফল ছিলেন পাকিস্তানের শাহিন আফ্রিদি। তিনি ৪ ওভার বোলিং করে মাত্র ২০ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন। গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে কুয়াশা বেশ সমস্যা তৈরি করে। ম্যাচের প্রথম ইনিংসেই বল গ্রিপ করতে বেশ সমস্যা হয়েছে। বার বারই রুমাল দিয়ে বল মোছার দায়িত্ব পালন করেছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে কুয়াশার পরিমাণ আরও বেড়ে যায়। কুয়াশা ভেজা মাঠে কঠিন লড়াই করতে হয় বোলার ও ফিল্ডারদের।
সংক্ষিপ্ত স্কোর
দুর্বার রাজশাহী : ১৬৮/৪, ২০ ওভার।
মোহাম্মদ হারিস ২২, জিসান আলম ৩৮, এনামুল হক ৩৯, ইয়াসির আলী ৩৭, আকবর আলী ১৫; শাহীন শাহ আফ্রিদি ৪-০-২০-২, তানভীর ইসলাম ৩-০-২৭-১, ফাহিম আশরাফ ৪-০-২৭-১ কেইল মায়ার্স ২-০-১৮-০।
[অসমাপ্ত]