বিপিএল শুরু হয়েছিল ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী ম্যাচ দিয়ে। ঢাকা পর্বে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল চ্যাম্পিয়নের মতোই জয় তুলে নিয়েছিল। ঢাকার ধারাবাহিকতা বজায় রেখেছে সিলেটেও। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে এনামুল হক বিজয়ের দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারিয়ে আসরে ৩ ম্যাচে দ্বিতীয় জয় তুলেছে ফরচুন বরিশাল। রাজশাহীর ৪ ম্যাচে এটা তৃতীয় হার। বরিশালকে গতকাল জয় তুলে দেন অধিনায়ক তামিম ইকবাল ৮৬ রানে অপরাজিত ইনিংস খেলে। আরেক বর্ষিয়ান ক্রিকেটার মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ৩৪ রানে।বিপিএলের চলতি আসরে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করছিলেন এনামুল বিজয়। নিজেকে শীর্ষেও তুলেছিলেন। গতকাল ৩৯ রানের ইনিংস খেলেও ১ রানে পিছিয়ে পড়েন দুর্বার রাজশাহীর অধিনায়ক। গতকাল দিনের প্রথম ম্যাচে ৮০ রানের দূরন্ত ইনিংস খেলে নিজেকে শীর্ষে তুলেছেন রংপুর রাইডার্সের সাইফ হাসান। ৪ ম্যাচে সাইফের রান ১৮৬ রান। দিনের দ্বিতীয় ম্যাচে শীর্ষে তোলার সুযোগ থাকলেও ৩৯ রানে বোল্ড হয়েছেন শাহিন আফ্রিদির বলে। ৪ ম্যাচে তার রান ১৮৫। সিলেটে প্রথম ব্যাটিংয়ে রাজশাহী ২০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান করে। দলের সর্বোচ্চ ৩৯ রান করেন এনামুল। বরিশালের শাহিন আফ্রিদি ৪ ওভারে ২০ রানের খরচে নেন ২ উইকেট। দ্বিতীয় ম্যাচে কুয়াশা বেশ সমস্যা তৈরি করে। প্রথম ইনিংস থেকেই বল গ্রিপিংয়ে সমস্যা হয়েছে। বারবারই রুমাল দিয়ে বল মোছার দায়িত্ব পালন করেছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে কুয়াশার পরিমাণ আরও বেড়ে যায়। ১৬৯ রানের টার্গেটে তামিম ও মুশফিকের ৪৫ বলে ৭২ রানের জুটিতে ১৫ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় চ্যাম্পিয়ন বরিশাল। ম্যাচসেরা তামিম ৮৬ রানের ইনিংস খেলেন ৪৮ বলে ১১ চার ও ৩ ছক্কায়।
সংক্ষিপ্ত স্কোর
দুর্বার রাজশাহী : ১৬৮/৪, ২০ ওভার (জিশান ৩৮, এনামুল বিজয় ৩৯, ইয়াসির আলি ৩৭। শাহীন ৪-০-২০-২)।
ফরচুন বরিশাল : ১৬৯/৩, ১৭.৩ ওভার (তামিম ৮৬*, মুশফিক ৩৪*। মোহর ২-০-৩২-২, জিশান ৪-০-২৫-১)।
ফল : ফরচুন বরিশাল ৭ উইকেটে জয়ী, ম্যাচসেরা : তামিম ইকবাল