জাতীয় দলের সাবেক ফুটবলার আকরাম হোসেন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এই ক্রীড়াবিদের মৃত্যুতে ঝিনাইদহ ক্রীড়াঙ্গনসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। আকরাম হোসেন আকু সিনিয়র জাতীয় দলে খেলতে পারেননি। তবে বাংলাদেশ ফুটবল দলে জুনিয়র পর্যায়ে খেলেছেন। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টি ক্লাবের জার্সিও গায়ে উঠেছিল আকরামের। বয়স মাত্র ৪০ পার হলেও রবিবার সকালে আকস্মিকভাবে ঝিনাইদহ সদর উপজেলার গবিন্দপুর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের দেওয়া তথ্যমতে, হৃদরোগে আক্রান্ত হয়ে আকরাম মারা গেছেন।
আকরামের ফুটবলের হাতেখড়ি বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপি থেকে। উচ্চমাধ্যমিকের পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তি হন। বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের হয়ে ফুটবলার হিসেবেও দারুণ সুনাম অর্জন করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাচভিত্তিক শিক্ষা সমাপনী উৎসবে আকরাম তার ব্যাচের রাজাও হয়েছিলেন।