জয় দিয়েই নতুন বছর শুরু করল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে ৪-১ রানে হারাল তারা। টানা হারের পর বছরের শেষে ঘুরে দাঁড়িয়েছিল দলটি। লেস্টার সিটিকে তাদের ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছিল সিটি। এবারও ঘরের মাঠে আলিং হল্যান্ডের জোড়া গোলে সেই জয়ের ধারাটা ধরে রাখল। ম্যাচ শুরুর ১০ মিনিটেই সাভিনিওর গোলে এগিয়ে যায় সিটি। ৪২ মিনিটে দ্বিতীয় গোলটি আসে আর্লিং হল্যান্ডের হেড থেকে। বিরতির পর ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হল্যান্ড। ৫৮ মিনিটে ফিল ফডেন দলের হয়ে ম্যাচের শেষ গোলটি করেন। তবে ওয়েস্ট হামের হয়ে ৭১ মিনিটে একমাত্র গোলটি করেন নিকোলাস ফুলক্রুগ। ম্যাচটা জিতে ছয়ে রইল ম্যানসিটি। অন্যদিকে পয়েন্ট নষ্ট করে আর্সেনাল ৪০ পয়েন্টে রইল দুইয়ে।
অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল চেলসি। ১৪ মিনিটে পামারের গোলে এগিয়ে যায় চেলসি। কিন্তু এত আগে গোল পেলেও তারা সেটাকে ধরে রাখতে পারেনি। ৮২ মিনিটে ফিলিপে মাতেতা গোল শোধ করে ম্যাচ ড্র করেন। অন্য ম্যাচে ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে আর্সেনাল। ১৬ মিনিটে নুয়াননেরির গোলে আর্সেনাল এগিয়ে গেলেও ৬১ মিনিটে হোয়াও পেদ্রো পেনাল্টি থেকে গোল করে ব্রাইটন সমতা ফেরায়। এ ছাড়া টটেনহ্যামকে ১-২ গোলে হারিয়েছে নিউক্যাসল। বোর্নমাউথ ১ গোলে হেরেছে এভারটনের কাছে। অ্যাস্টন ভিলা ২-১ এ জিতেছে লেস্টার সিটির বিরুদ্ধে। ৫-০ গোলের বড় ব্যবধানে জিতেছে ব্রেন্টফোর্ড।