আড়াই দিনেই শেষ হলো বোলারদের দাপটে ভরা রোমাঞ্চকর সিডনি টেস্ট। দারুণ লড়াই শেষে ভারতকে হারিয়ে ১০ বছর পর বর্ডার-গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল। আগামী জুনে ইংল্যান্ডের লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতার লড়াইয়ে মাঠে নামবে অসিরা। এর আগে শেষবার ২০১৪-১৫ মৌসুমে ভারতের বিপক্ষে এ সিরিজটি জিতেছিল অস্ট্রেলিয়া। তারপর টানা চার মৌসুম বর্ডার-গাভাস্কার ট্রফি ছিল ভারতের দখলে। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে পার্থে হারলেও গতকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনে ভারতকে ছয় উইকেটে হারিয়েছে অসিরা। আর এতেই ৩-১ ব্যবধানে বর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের নামে করে নিল কামিন্সরা। যদিও একটি টেস্ট ড্র হয়। অন্যদিকে ২০১৪ সালে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। এরপর টানা চার সিরিজ জিতেছে তারা। এবার অসিদের বিরুদ্ধে টেস্টে জয়ের ধারাবাহিকতায় ছেদ পড়ল। এর আগে দুবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললেও প্রথমবার নিউজিল্যান্ড ও দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। সর্বশেষ আট টেস্টের মধ্যে ছয়টিতেই হেরেছে টিম ইন্ডিয়া।
তবে সিরিজে কামিন্সদের বিপক্ষে একাই লড়েছেন পার্থ টেস্টজয়ী অধিনায়ক জশপ্রীত বুমরাহ। বল হাতে সিরিজজুড়ে আগুন ঝরিয়েছেন এই পেসার। হয়েছেন সিরিজসেরাও। সিরিজে ৪২ রানের সঙ্গে ৩২টি উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে এক টেস্ট সিরিজে এত উইকেট আর কোনো ভারতীয় বোলারের নেই। ভেঙেছেন ৪৬ বছরের রেকর্ড। এর আগে অস্ট্রেলিয়ায় ১৯৭৭/৭৮ সিরিজে ৩১ উইকেট পেয়েছিলেন ভারতীয় স্পিন কিংবদন্তি বিষেন সিং বেদি। কিন্তু সিডনিতে দ্বিতীয় দিন চোট পান বুমরাহ। ফলে ব্যাট করতে পারলেও বোলিং করতে পারেননি। যার ফলে সিডনি টেস্ট জেতা অনেকটা সহজ হয়ে যায় অসিদের জন্য। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বিধ্বংসী বোলিং করে ম্যাচসেরা হয়েছেন অসি পেসার স্কট বোল্যান্ড। তার ম্যাচসেরার স্পেলটি ছিল ৪/৩১ ও ৬/৪৫। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচের ৪০ ইনিংসে ব্যাট করে সবচেয়ে বেশি রান করেছেন ইংল্যান্ডের জো রুট। ৫৪.৬৬ গড়ে ৭টি সেঞ্চুরি ও ৭টি ফিফটির সাহায্যে করেন ১৯৬৮ রান। অন্যদিকে, ১৫ ম্যাচে ২৮ ইনিংসে ৭৭টি উইকেট নিয়ে শীর্ষ আছেন জশপ্রীত বুমরাহ। দুইয়ে প্যাট কামিন্সের ১৫ ম্যাচে ৭৩ উইকেট। যদিও এই চ্যাম্পিয়নশিপে শীর্ষে থাকতে এখনো ৩টি টেস্ট ম্যাচ বাকি আছে তার।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ১৮৫, ১৫৭ (পন্থ ৬১, যশস্বী ২২)
অস্ট্রেলিয়া : ১৮১, ১৬২/৪ (খাজা ৪১, ওয়েবস্টার ৩৯)
ফলাফল : অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
সিরিজ : অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে সিরিজ জয়ী