কেপ টাউনে তিন সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ৬১৫ রানের বিশাল সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন রায়ান রিকেলটন (২৫৯ রান)। মীর হামজার বলে ফেরার আগে ৩৪৩ বলের ইনিংসটি সাজান ৩টি ছক্কা ও ২৯টি চার মেরে। প্রথম ইনিংসে দলীয় বড় সংগ্রহের পথে অধিনায়ক টেম্বা বাভুমা ১৭৯ বলে ১০৬ এবং কেইল ভেরেনি ১৪৭ বলে ১০০ রানের ইনিংস খেলেন। তারা দুজনেই ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন। এ ছাড়া মার্কো জনসেন ৩ ছক্কা ও ৮ চারে ৫৪ বলে ৬২ রান করেন। মাহারজ খেলেন ৩৫ বলে ৪০ রানের ইনিংস। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ও সালমান আঘা ৩টি করে উইকেট শিকার করেন। মীর হামজা ও খুররম শেহজাদ ২টি করে উইকেট নেন।