১৭ বছর পর দেশের ফুটবলে সবচেয়ে মর্যাদাকর আসর পেশাদার লিগে ডাবল হ্যাটট্রিকের দেখা মিলল। গতকাল মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ৬-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে পরাজিত করে। বিজয়ী দলের ঘানার ফরোয়ার্ড বোয়াটেং একাই ৬ গোল করে ডাবল হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেন। ২০০৭ সালে প্রথম পেশাদার লিগে প্রথম ডাবল হ্যাটট্রিক করেছিলেন ঢাকা মোহামেডানের নাইজেরিয়ান ফুটবলার নোয়ানপল। প্রতিপক্ষ দলটি ছিল রহমতগঞ্জ। ১৭ বছর পর রহমতগঞ্জের হয়ে সেই রেকর্ড স্পর্শ করলেন বোয়াটেং। মুন্সিগঞ্জে একতরফামূলক ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত প্রাধান্য বিস্তার করে রাখে রহমতগঞ্জ। দুই অর্ধে তারা ৩টি করে গোল করে। ২৩, ৩৭, ৪৪, ৬৩, ৬৬ ও ৭০ মিনিটে বোয়াটেং একের পর এক গোল করে ডাবল হ্যাটট্রিক করেন। ১০ গোল করে তিনিই এখন সর্বোচ্চ গোলদাতার আসনে বসে আছেন। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী দলটি। প্রথম লেগে তারা শেষ পর্যন্ত কোথায় থাকে সেটাই এখন দেখার বিষয়। স্বাধীনতার পর প্রথম ডাবল হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ১৯৭৩ সালে ঢাকা প্রথম বিভাগ লিগে তিনি মোহামেডানের হয়ে ফায়ার সার্ভিসের বিপক্ষে একাই ৬ গোল করেন।পরে একই বছরে আবাহনীর কাজী সালাউদ্দিন দিলকুশার বিপক্ষে ডাবল হ্যাটট্রিক করেছিলেন।