স্প্যানিশ সুপার কাপের আগে সুখবর পেল বার্সেলোনা। চোট কাটিয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন লামিন ইয়ামাল। ১৬ ডিসেম্বর লা লিগায় লেগানেসের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান ইয়ামাল। তখন বার্সার মিডিয়া সেল থেকে জানানো হয়েছিল তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ১৭ বছর বয়সি এ ফুটলারকে। তাই স্প্যানিশ সুপার কাপে তার খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। অথচ গত বৃহস্পতিবারই তিনি অনুশীলনে ফিরেছেন। হালকা অনুশীলন করলেও বার্সা ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে ইয়ামাল পুরোপুরি ফিট। ৯০ মিনিট খেলার জন্য তাকে মাঠে নামানো যায়।
আগামী বুধবার সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিল বাওয়ের মুখোমুখি হবে বার্সা। তার আগে আজ কোপা দেলরের শেষ বত্রিশে বারবাস্ট্রোর বিপক্ষে খেলবে তারা। এ ম্যাচে ইয়ামালের মাঠে নামার সম্ভাবনা নেই।