ইংল্যান্ডের লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। ভারতও সেই লড়াইটা শুরু করেছিল বর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজ দিয়ে। কিন্তু টিম ইন্ডিয়ার জন্য এখন সেই সমীকরণটা এখন প্রায় অসম্ভব। কেননা, এরই মধ্যে কামিন্সরা ২-১ ব্যবধানে ৫ ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে আছে। একটি ড্র হয়েছে। তবে কাগজে-কলমে লড়াইয়ে টিকে থাকতে তাদের সিডনি টেস্টে জিততে হবে। কিন্তু অসিদের পেস তাণ্ডবে পার্থ থেকে সিডনি পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে ভারত। সিডনিতে সিরিজের শেষ টেস্টের প্রথম দিনেই ব্যাকফুটে বুমরাহর দল। স্কট বোলান্ড ও মিচেল স্টার্কের বোলিং তোপে প্রথম দিনেই ১৮৫ রানে গুটিয়ে গেছে ভারত। জবাবে এক উইকেটে ৯ রানে প্রথম দিন শেষ করেছে অসিরা। ভারত সবশেষ ৮ টেস্টের ৭টিতেই প্রথম ইনিংসে ২০০-এর কমে অলআউট হয়েছে। ৩০ বছরে প্রথম ইনিংসে ২০০-এর কমে কোনো দল অলআউট হয়েছে চারবার। যার ৩টিই ভারতের। সিডনি টেস্টে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার স্থলে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রিত বুমরাহ। তার নেতৃত্বেই পার্থ টেস্টে জিতেছিল ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে রাহুল ৪, জয়সোয়াল ১০ এবং শুভমান ২০ রান করে আউট হন। এদিনও ১৭ রানে অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন বিরাট কোহলি। সর্বোচ্চ ৪০ রান করেন পন্থ। জাদেজা ২৬, সুন্দরের ১৪ এবং অধিনায়ক বুমরাহ ১৭ বলে ২২-এ ১৮৫ রানে থামে ভারতের প্রথম ইনিংস। অসিদের সর্বোচ্চ ৪টি উইকেট নেন বোলান্ড। ৩টি স্টার্ক ও ২টি কামিন্সের ঝুলিতে। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায় অসিরাও। দিনের শেষ বলে উসমান খাজাকে বিদায় করেন বুমরাহ। ৩ ওভারে ৯ রানে এক উইকেট নিয়ে দিন শেষ করে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস : ৭২.২ ওভারে ১৮৫ (জয়সোয়াল ১০, রাহুল ৪, গিল ২০, কোহলি ১৭, পান্ত ৪০, জাদেজা ২৬, নিতিশ ০, ওয়াশিংটন ১৪, প্রাসিধ ৩, বুমরাহ ২২, সিরাজ ৩*; স্টার্ক ১৮-৫-৪৯-৩, কামিন্স ১৫.২-৪-৩৭-২, বোল্যান্ড ২০-৮-৩১-৪, ওয়েবস্টার ১৩-৪-২৯-০, লায়ন ৬-২-১৯-১)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩ ওভারে ৯/১ (কনস্টাস ৭*, খাজা ২; বুমরাহ ২-০-৭-১, সিরাজ ১-০-২-০)