সাঁড়াশি অভিযান সত্ত্বেও অবৈধ অভিবাসী গ্রেফতার প্রক্রিয়ায় আশাব্যঞ্জক অগ্রগতি সাধিত না হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞাপন প্রচারণা শুরু করা হয়েছে। ‘স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়ো এবং ধরপাকড়ের যন্ত্রণা থেকে নিরাপদ থাকো। এক্ষুণি নিজ দেশে চলে যাও, অন্যথায় আমরা তোমাকে খুঁজে বের করবো এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করবোই। এরপর আর কখনোই তুমি যুক্তরাষ্ট্রে আসতে পারবে না’-এমন বক্তব্য সংবলিত একটি বিজ্ঞাপন সোমবার প্রচারিত হয়। আর এমন হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নয়েমের কণ্ঠে।
যুক্তরাষ্ট্র অভিবাসন দফতর হচ্ছে এই মন্ত্রীর অধীনে। কর্মকর্তারা ধারণা করছেন, বিভিন্ন দেশের ৩ লাখের অধিক মানুষ মেক্সিকোতে অবস্থান করছে এবং তারা সুযোগের অপেক্ষায় আছেন সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ার। এ ছাড়া আরও কয়েক লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন চলমান অভিযান থেকে বাঁচার জন্যে ভিন্ন ঠিকানায়-এদের উদ্দেশ্যেই বিজ্ঞাপন তৈরি করা হয়েছে।
অবৈধ অভিবাসী গ্রেফতারের অভিযান শুরুর পাশাপাশি নতুন করে যাতে আর কেউ যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে, সেজন্য ট্রাম্পের নির্দেশে মেক্সিকো সীমান্ত বরাবর ৫ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে। ফলে সীমান্তরক্ষীদের দৃষ্টি এড়িয়ে মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ার হার একেবারে কমেছে।
২০২৩ সালে দৈনিক গড়ে ৫ হাজারের অধিক বিদেশি টেক্সাসে ঢুকে পড়েছে। সে সংখ্যা গত জানুয়ারি থেকে কমে ৫০ জনে নেমেছে। এর ফলে সেনা মোতায়েনের কোনো সাফল্য দেখছে না খোদ ট্রাম্প প্রশাসনই। অনেকে মন্তব্য করছেন মার্কিন সৈনিকদের সীমান্ত পাহাড়ার জন্যে অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই