যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুক্রবার অপরাহ্নে বিএনপির এক মতবিনিময় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সেখানে আরও যারা পালিয়ে গেছেন তাদের সকলকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নতুন চক্রান্ত শুরু করেছেন। বাংলাদেশে কীভাবে নৈরাজ্য সৃষ্টি করা যায়, অস্থিতিশীলতা তৈরি করে দীর্ঘ আন্দোলনের সফলতা, বিজয়কে নস্যাৎ করা যায়।
বিএনপি মহাসচিব বলেন, কদিন আগে তিনি (শেখ হাসিনা) দিল্লি থেকে টেলিফোনে বক্তব্য দিয়েছেন। তিনি জুলাই-আগস্টের বিপ্লব সম্পর্কে এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অপমানজনক কথাবার্তা বলেছেন এবং এই আন্দোলনকেও অপমান করেছেন।
মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে বিএনপির প্রায় ৬০ লাখ নেতা-কর্মী-সমর্থকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। হত্যা করা হয়েছে প্রায় ২০ হাজার নেতা-কর্মীকে। গুম হয়েছেন ৫ শত নেতা-কর্মী। এগুলো বিস্মৃত হলে চলবে না। এভাবে অত্যাচার-নির্যাতন সহ্য করেও বিএনপি অনড় ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে।
তিনি বলেন, বর্তমানের পরিস্থিতি থেকে উত্তরণের অভিপ্রায়ে অতিদ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনা দরকার। অতিদ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্যদিয়ে জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক একটি সরকার গঠন করা প্রয়োজন। এটা হলে আমরা মনে করি বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচিতি পাবে।
ওয়াশিংটন ডিসি বিএনপির উদ্যোগে আলেক্সান্দ্রিয়াস্থ রয়েল প্যালেস কাবাব পার্টি হলে এ মতবিনিময় সমাবেশ ৭ ফেব্রুয়ারি হাফিজ খান সোহায়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ভার্জিনিয়া স্টেট বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ এবং ম্যারিল্যান্ড স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মো. কাজল। মঞ্চে উপবেশন করেন এই তিন স্টেট বিএনপির সভাপতিরা। তারা হলেন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল, ম্যারিল্যান্ড বিএনপির সভাপতি শহিদুর রহমান খান চৌধুরী এবং ভার্জিনিয়া বিএনপির সভাপতি জহির খান। ভার্জিনিয়া স্টেটের সাংগঠনিক সম্পাদক মো. জাকির আলম জসিম কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় সকলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান শত প্রতিকূলতা, জুলুম-নির্যাতন সত্বেও টানা ১৫ বছর স্বৈরাচার-বিরোধী আন্দোলনে বিচক্ষণতাপূর্ণ নেতৃত্ব অব্যাহত রাখার জন্য।
স্বল্প সময়ের নোটিশেও বিপুল সাড়া দেয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন