মেহেরপুর শহরের পেয়াদাপাড়ায় স্বামীর মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে মারা গেছেন স্ত্রী। গতকাল জোহর নামাজের পর পৌর কবরস্থানে তাঁদের দাফন করা হয়। তাঁরা হলেন মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুকিদ খান মুকুল (৭০) ও নন্দা বেগম।
মুকুলের ভাই জেলা নারী ও শিশু আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোকলেসুর রহমান স্বপন জানান, রবিবার রাত দেড়টার দিকে মুকুল অসুস্থ হয়ে পড়েন। তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান। এ খবর শুনে বাড়িতে থাকা তাঁর স্ত্রী নন্দা অসুস্থ হয়ে পড়েন। রাত আড়াইটার দিকে তিনিও মারা যান।