বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় একটি বিশেষ জরুরি যোগাযোগ লাইন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুলিশ। এর মাধ্যমে বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী বিদেশি কোম্পানিগুলো যে কোনো সমস্যায় সরাসরি রিপোর্ট করতে পারবে এবং তাৎক্ষণিক সহায়তা পাবে। গতকাল পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কার্যালয় থেকে এ ঘোষণা আসে।
সম্প্রতি গাজা হামলা নিয়ে বিক্ষোভ চলাকালে ক্ষতিগ্রস্ত ছয়টি বিদেশি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে গতকাল বৈঠক করেন আইজিপি ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এতে অংশ নেয় নেসলে বাংলাদেশ, কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস, ইউনিলিভার বাংলাদেশ, বাটা সু কোম্পানি বাংলাদেশ, রেকিট বেনকিজার বাংলাদেশ, পেপসিকো এবং জুবিল্যান্ট ফুড ওয়ার্কস বাংলাদেশ। উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে ৭ ও ৮ এপ্রিল দেশের বিভিন্ন শহরে কয়েকটি বিদেশি কোম্পানির স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় কমপক্ষে ১৪০ জনকে গ্রেপ্তার এবং প্রায় একডজন মামলা হয়েছে।
বৈঠকে আইজিপি বাহারুল আলম ব্যবসায়িক নেতাদের দেশের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, আমরা শুধু প্রতিক্রিয়া জানাতে এখানে আসিনি, এসেছি আস্থা গড়ে তুলতে। আমরা নিশ্চিত করব যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। তিনি জানান, নতুন ব্যবস্থা অনুযায়ী জরুরি পরিস্থিতিতে বিদেশি কোম্পানিগুলো পুলিশের নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবে। তাৎণিক সহায়তায় র্যাপিড রেসপন্স ইউনিট গঠন করা হবে। নতুন নিরাপত্তা প্রটোকল ও সংকটকালীন যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে।