বিএনপি ঘোষিত ৩১ দফার রূপরেখায় আগামীর বাংলাদেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের প্রেসিডেন্ট এস এম পবিত্র আল ইবাদত।
তিনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে সবাইকে ন্যায়ের পথে হাঁটতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে।
গতকাল পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক নাদিরা আকতারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।