রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরে জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নিরাপত্তা কর্মকর্তা মিলনসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল বিকালে ইব্রাহিমপুরের ‘দ্য বুফে প্যালেস’ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার বিকাল ৫টার দিকে জাপা চেয়ারম্যান জি এম কাদের অনুষ্ঠানস্থলে পৌঁছামাত্র অজ্ঞাত কিছু যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটি গ্রুপের দুই গ্রুপের মধ্যে হট্টগোল তৈরি হয়। পরে সেখানে বেশ কয়েকজনকে মারধর করতেও দেখা যায়। এ সময় হোটেলের সামনের সড়কেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার মূল উদ্দেশ্য কী এবং কারা এর পেছনে রয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে অনুষ্ঠানে অংশ নেওয়া জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলের শীর্ষ নেতারা নিরাপদে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।