অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পতিত স্বৈরাচার সরকারের সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী রওশন আক্তার চৌধুরীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।
রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি জানান, সাবেক প্রতিমন্ত্রী এনামুরের বিরুদ্ধে ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ডা. এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তার চৌধুরীর নামে ২৮ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ২৯৯ টাকার সম্পদ পাওয়া যায়। তার নামে-বেনামে আরও সহায় সম্পত্তি থাকতে পারে, এমন ধারণায় সাবেক এই এমপির স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।
এজাহারে আরও বলা হয়, এনামুর রহমানের নামে মোট ৮ কোটি ৫৩ লাখ ৭ হাজার ৩৪৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এ সময়ে তার মোট গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ২ লাখ ১৪ হাজার ৫৬২ টাকা। এনামুর রহমানের পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার ১৮ টাকার সন্দেহজনক জমা ও ৬ কোটি ২৬ লাখ ৮ হাজার ৪৮৭ টাকা উত্তোলন করা হয়েছে।
এনামুর রহমানের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
গত জানুয়ারিতে রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
তিনি ঢাকা-১৯ আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন। তবে সবশেষ দ্বাদশ জাতীয় নির্বাচনে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের কাছে হেরে যান।
এনামুর রহমান ২০১৯-২৪ মেয়াদে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
বিডি প্রতিদিন/কেএ