বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকিরকে (২৮) হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ছানোয়ার হোসেনসহ (৫৪) দলটির তিন নেতার তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
রিমান্ড নেওয়া অন্য দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু মুসা আনসারী (৫৬) ও ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। রবিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাছুমা রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে রিমান্ড শুনানির জন্য সোমবার (১৭ ফেব্রেুয়ারি) দিন ধার্য করেন।
আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন