ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরামসহ (এনডিএফ) বৈষম্যবিরোধী চিকিৎসকদের দাবির মুখে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বরাবর এ সংক্রান্ত আবেদন দেন ডা. কাজী দীন মোহাম্মদ। আবেদনটি উপদেষ্টা গ্রহণ করেছেন বলেও নিশ্চিত হওয়া গেছে।
চিঠিতে অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ লেখেন, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে পরিচালক হিসেবে কর্মরত আছি (চুক্তিভিত্তিক)। আমার চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১২ জানুয়ারি সমাপ্ত হবে। কিন্তু ব্যক্তিগত কারণে আমি এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি। অতএব আমার চুক্তির বাকি অংশটুকু বাতিল করার জন্য অনুরোধ করছি।’
জানা গেছে, আবেদনটি উপদেষ্টা গ্রহণ করেছেন। অর্থাৎ শিগগির ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ করা হবে।
২০১২ সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল। শুরু থেকেই এই হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। নিয়মিত চাকরির মেয়াদ শেষ হলেও দফায় দফায় তাকে চুক্তিভিত্তিক রাখা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত