শ্রম অধিদফতর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদফতরের বিভিন্ন পর্যায়ের ২১০ জন কর্মকর্তা ও কর্মচারীকে বদলি করা হয়েছে।
আজ সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন শ্রমঘন অঞ্চল পরিদর্শন করেন। মাঠ পর্যায়ে শ্রম অধিদফতর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদফতরের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে মাঠপর্যায়ের কোনো কোনো কর্মকর্তার-কর্মচারীর বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া যায়।’
‘অভিযোগের ভিত্তিতে উপদেষ্টা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। এছাড়া একই কর্মস্থলে যারা দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন তাদের অন্যত্র বদলি করার জন্য তিনি নির্দেশ দেন।’
কর্মকর্তা ও কর্মচারীদের বদলির বিষয়ে এতে জানানো হয়, ‘দাফতরিক কার্যক্রম গতিশীল করার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ১১৮ জন শ্রম পরিদর্শক, উপ-মহাপরিদর্শক সাতজন, যুগ্ম মহাপরিদর্শক তিনজন, সহকারী মহাপরিদর্শক একজন, উচ্চমান সহকারী একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয়জনকে বদলি করা হয়েছে। এছাড়া, শ্রম অধিদফতরের ২৭ জন প্রথম শ্রেণির কর্মকর্তা, ১৬ জন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা এবং ২৮ জন তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণির কর্মচারীকে বদলি করা হয়েছে।’
বিডি প্রতিদিন/জুনাইদ