ভূমি অধিগ্রহণে সামাজিক বনায়নের গাছ যতদূর সম্ভব মেয়াদপূর্ণ হলেই না কেটে এর মূল্য নির্ধারণ করে উপকারভোগীদের দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
তিনি বলেন, সড়কের পাশের গাছগুলো রোপণ, পরিচর্যায় তাদের একটা ভূমিকা থাকে। গাছগুলো তাদের উপকারে লাগে বেশি। স্থানীয়রা আন্তরিক না হলে এসব গাছ রক্ষা করা কঠিন।
সোমবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১৪৫তম কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় ছয়টি প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ভূমি উপদেষ্টা বলেন, ঢাকা শহর বাঁচাতে পাতাল রেল অত্যন্ত প্রয়োজন। পাতাল রেল ঢাকার যানজট হ্রাস করে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। জনস্বার্থে তাৎক্ষণিক প্রয়োজনে ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমি অধিগ্রহণ এবং হুকুম দখল কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ভূমি অধিগ্রহণ কার্যক্রমে ভূমি মালিকরা যেন ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার না হন। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে কেউ ন্যায্যতা থেকে বঞ্চিত না হন।
বিডি প্রতিদিন/এমআই