বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
অপর আসামিরা হলেন সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়াল ও উত্তরা পশ্চিম থানার আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রবিন।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
এর আগে সকাল ১০ টা ৫ মিনিটে আসামিদের হাজতখানা থেকে আদালতে এনে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেফতার আবেদন মঞ্জুর করেন।
মোহাম্মদপুর থানার রাকিব হাসান হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ধানমন্ডি থানার হত্যা মামলায় মহিবুল হক, গুলশান থানার জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় গোলাম কিবরিয়া টিপু ও দিলীপ কুমার আগারওয়াল, উত্তরা পূর্ব থানার আলমগীর হোসেন হত্যা মামলায় দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া উত্তরা পূর্ব থানার আব্দুল কাদির হত্যা মামলায় এডভোকেট মনোয়ার হোসেন রবিনকে গ্রেফতার দেখানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত