জনপ্রশাসন সংস্থার কমিশনের মেয়াদ আরও ১৬ দিন বেড়েছে। কমিশনের মেয়াদ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। রবিবার কমিশনের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে এ চিঠি পাঠিয়েছেন কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। মন্ত্রিপরিষদ সচিবকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
এর আগেও কমিশনের মেয়াদ এক দফা বাড়ানো হয়। আগের নির্ধারিত সময় অনুযায়ী জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি শেষ হবে।
বিডি-প্রতিদিন/শফিক