স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন, অবস্থান কর্মসূচিসহ নানা ধরনের ক্ষোভ-বিক্ষোভ দেখিয়ে এবার সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকে 'তিতুমীর বিশ্ববিদ্যালয়' লেখা ব্যানার টানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া দ্রুত সময়ের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি বাস্তবায়নের আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন তারা।
মঙ্গলবার বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষার্থীরা। এসময় দাবি আদায়ে মিছিল নিয়ে স্লোগান দিয়েছেন তারা। এরপর সাড়ে ১২টায় এ ব্যানার টানান শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা বলেন, "তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে একটি কমিটি করেছিল। সেই কমিটি আমাদের কাছ থেকে তথ্য নিয়েছে, বিভিন্ন সংস্থা আমাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি আলাদা কমিটি গঠন করেছে।
"তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে তারা আমাদের কেন সাত কলেজের কমিটিতে আমাদের অন্তর্ভুক্ত করল। ছয় কলেজ নিয়ে ওই কমিটি করতে পারতো।"
একই দাবিতে আগের দিন ১৮ নভেম্বর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের' দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে 'ক্লোজডাউন তিতুমীর' কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
গত ১৯ নভেম্বর বিকালে এ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর সন্ধ্যায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কী না তা যাচাইয়ে পরের সপ্তাহে কমিটি গঠন করার আশ্বাস দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তার ১৪ দিনের মাথায় এসে ওই কমিটি গঠন করা হয়েছিল।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে চার সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম জানিয়েছেন।
কমিটির সদস্যরা হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও ইউজিসি সদস্য অধ্যাপক তানজিমউদ্দিন খান।
উপসচিব শাহীনুর ইসলাম বলেন, “উচ্চপর্যায়ের এ বিশেষজ্ঞ কমিটিআগামী চারমাসের মধ্যে নির্ধারিত কাজ শেষ করবে।“
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকা কলেজসহ রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি।
অন্য কলেজগুলো হল- ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
অধিভুক্তির ফলে এসব কলেজে ভর্তি পরীক্ষা, পাঠ্যসূচি ও পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে।
ক্ষমতায় পালাবদলের পর এই সাত কলেজের শিক্ষার্থীরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বেরিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছেন। আনন্দোলকারী শিক্ষার্থীরা বলেছেন, স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক পরিচয়হীনতায় ভুগছে সাত কলেজ শিক্ষার্থীরা। তারা নিজেদের পরিচয় দিতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।
বিডি প্রতিদিন/আরাফাত