বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সংস্কার প্রক্রিয়ার সাথে সাথে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সুষ্ঠু নির্বাচনও মানুষের মৌলিক অধিকার। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা সংস্কারের অংশ। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা শেখ হাসিনা ধ্বংস করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম সংস্কারের কথা বলেছে। আমরা সংস্কারের পক্ষে। প্রতিটি প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে। তার আগে সবচেয়ে মৌলিক যে সংস্কার, মানুষের ভোটাধিকার... সেটি ফিরিয়ে দিতে হবে।
শুক্রবার সন্ধ্যায় নগরকান্দা পৌরসভার মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে শামা ওবায়েদের পিতা বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কে এম ওবায়দুর রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যে ডাক আসবে, সেই ডাকে সারা দিয়ে আমাদের সবাইকে মাঠে থাকতে হবে। তারেক রহমানকে নেতা মেনে, খালেদা জিয়ার নেতৃত্বে যারা রাজনীতি করেছে, দল ছেড়ে যায়নি, তাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
তিনি তার প্রয়াত পিতাকে স্মরণ করে বলেন, শেখ হাসিনা একটি জঘন্য কাজ করেছেন। আমার মুক্তিযোদ্ধা পিতা, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, তাকে জেল হত্যার মতো মিথ্যা মামলায় জেল খাটিয়েছেন। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছেন। তারেক রহমানের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়েছেন। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছেন।
বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, হাসিনা পালিয়ে গেছে, কিন্তু গণতন্ত্র আমরা পাইনি। ভোটাধিকার আমরা পাইনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবাই এক পরিবার হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে পথ চলব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ অনেকে।
বিডি প্রতিদিন/কেএ