ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে এবং দেশকে স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে হলে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন। যতো দিন যাচ্ছে গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে। তাই অন্তর্বর্তী সরকারের উচিত সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করে দ্রুতই নির্বাচনের ব্যবস্থা করা।’
গতকাল রবিবার যাত্রাবাড়ী থানার অন্তর্ভুক্ত ৬১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নবীউল্লাহ নবী আরও বলেন, ‘গত জুলাই-আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার সরকার যাত্রাবাড়ীকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়ী অঞ্চল ছিল স্টালিনগ্রাদ। যাত্রাবাড়ী, কদমতলী ও ডেমরা থানার এই এলাকায় আন্দোলন স্বৈরাচারের পতন ত্বরান্বিত করেছে। তাদের এই ত্যাগ মানুষ আজীবন মনে রাখবে।’
বিডি প্রতিদিন/আরাফাত