ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার কর্মসূচি ঘোষণা দিয়েছেন। যা ৬০টির অধিক রাজনৈতিক দলের সঙ্গে কনসালটেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে। এই ৩১ দফার ভিত্তিতে নির্মিত হবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। তাই ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।’
শনিবার রাজধানীর যাত্রাবাড়ী থানার অন্তর্ভুক্ত ৫০নং ওয়ার্ড ছাত্রদলের কর্মীসভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, ‘অবিলম্বে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এখন অন্তর্বর্তী সরকারের উচিত একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কাজ করা। ভোটের জন্য যতোটা সংস্কার দরকার, অতিদ্রুত সেটি শেষ করে নির্বাচন দিতে হবে। গণতন্ত্রের ধারাবাহিকতা এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে এই মুহূর্তে নির্বাচনের বিকল্প নাই।’
তুহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ, প্রধান বক্তা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া, বিশেষ অতিথি মাহমুদ উল্লাহ, রফিকুল ইসলাম, গোলাম রব্বানীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মী সভাটি সঞ্চালনা করেন আলামিন সরকার।