ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় চুমুরদী উচ্চবিদ্যালয় মাঠে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আসলাম।
অসুস্থতার কারণে সভায় উপস্থিত হতে পারেননি বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। তবে, মোবাইল ফোনে দেওয়া তার বক্তব্য সকলকে শোনানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম এবং কে এম আলমগীর প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক