বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, বাংলাদেশে বর্তমানে একমাত্র বড় রাজনৈতিক শক্তি হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের রাজনৈতিক শক্তি আগের মতোই দেশের জনগণের সাথে অটুট আছে। আপনারা দেখছেন বিগত ছয় মাস ধরে কিছু দল যাদের আগে আমরা বলতাম প্রিন্স পার্টি, উনারা এখন অনেক লম্ফঝম্প দিচ্ছেন। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ বলে কোনো দল এখন আর নাই এবং এই দলের ভবিষ্যতে আর উত্থান হওয়ার সম্ভাবনা আছে কি না আমি দেখছি না। অদূর ভবিষ্যতেও আমরা বাংলাদেশে স্বৈরাচার আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকার সুযোগ দেখতে পাচ্ছি না।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গনে জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেটে সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
বিডি প্রতিদিন/হিমেল