জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে আমাদের এগিয়ে যেতে হবে। জাতীয় ঐক্য থাকলে মানুষ শান্তিতে থাকবে, দেশের সমৃদ্ধি ও সম্প্রীতি সুদৃঢ় হবে। চারটি বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তা হলো স্বাধীনতা ও সার্বভৌমত্ব, স্থায়ী গণতন্ত্র, সকলের গ্রহণযোগ্য নির্বাচন ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ। শুক্রবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নবনির্মিত ভবনে সর্বাধুনিক ডায়াগনস্টিক ল্যাবের উদ্বোধন ও মেজবান অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে নৈতিকতা সম্পন্ন দেশ প্রেমিক লিডারশিপের অভাব রয়েছে। আমরা বার বার যুদ্ধ করেছি, কিন্তু সঠিক নেতৃত্ব পাইনি। সৎ লোকের বড় অভাব। ৭২ এর যে সংবিধান সেটি অবৈধ একটি সংবিধান। দুর্বল ও মেরুদণ্ডহীন কোনো নেতৃত্ব যখন দেশ পরিচালনা করে তখন সে দেশের অবস্থা নড়বড়ে হয়ে পড়ে। শুধু হাসাপাতালে ক্রাইসিস না দেশের সব জায়গায় ক্রাইসিস। নেতৃত্বের ক্রাইসস।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরীসহ চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের সিনিয়র অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
ডা. শাহাদাত বলেন, একদিন আমাকে ইন্ডিয়ান হাই কমিশনার বলেন, আপনাদের কিছু হলেই ইন্ডিয়া যান। কিন্তু আজকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের যে সমৃদ্ধি সেটি আমাকে আশা জুগিয়েছে। আমাদের অনেক ভালো মানের হাসপাতালে চট্টগ্রামে রয়েছে কিন্তু মানুষ তদবির করে ইন্ডিয়াতে যাওয়ার জন্য। কি কারণে মানুষ ইন্ডিয়া ছুটতে চায় সেটি আমাদের ভাবতে হবে। মা ও শিশু হাসপাতালে উন্নতমানের অনেক টাকা খরচ করে ক্যান্সার ইউনিট করা হয়েছে। কিন্তু মানুষ বিদেশে ছুটে। ফার্সাসিক্যাল কোম্পানিগুলোকে আমরা এখনো আইনের আওতায় আনতে পারছি না। একটি ওষুধ দিলে রোগী কেন ভালো হচ্ছে না কেন? সেটি আমরা তদন্ত করছি না। আমরা চিকিৎসা করছি ৩০ শতাংশ বাকি ৫০ থেকে ৬০ শতাংশ রোগী দেশের বাইরে চলে যাচ্ছে। আমাদের যে রোগী রয়েছে সে রোগীগুলো দিয়ে এ রকম ৫০০ বেডের ভবন নির্মাণ করা যাবে, আমাদের সরকারি হাসপাতালে ভবন হচ্ছে যন্ত্রপাতি কিনছি, কিন্তু এগুলো কি চালানোর লোক আছে? আমাদের দক্ষ লোকবল তৈরি করতে হবে। শুধু মেশিন থাকলে হবে না। মেশিনের পেছনের কারিগরের দক্ষ করে গড়ে তুলতে হবে।
বিডি প্রতিদিন/এএ