বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ভারতের বোঝা উচিৎ বাংলাদেশে হাসিনা ও আওয়ামী যুগের অবসান হয়েছে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যদিয়ে। বিদেশি কোনো শক্তি নয়, ছাত্র-জনতার তীব্র আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। হাসিনাকে পুনর্বাসনে বৃহৎ শক্তির কাছে ধর্ণা দিয়ে লাভ নেই। হাসিনা ও আওয়ামী লীগের চ্যাপ্টার বাংলাদেশে ক্লোজড।
শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তে অজকিপাড়ায় গারো ব্যাপিস্ট কনভেনশন বাংলাদেশ এর ১৩৪তম বার্ষিক সম্মেলনে এসব কথা বলেছেন প্রিন্স।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স আরও বলেছেন, লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে জনগণ পরাধীনতার শৃঙ্খলমুক্ত করে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করেছে। অন্য কোনো দেশের আধিপত্য ও নিয়ন্ত্রণ মেনে নেওয়ার জন্য নয়।
বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামত করে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে নৃগোষ্ঠী উন্নয়নে পৃথক অধিদপ্তর গঠন করবে।
বিডি-প্রতিদিন/বাজিত