স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন খন্দকার মোশাররফ হোসেন। সেখানে পৌঁছার পরে সিঙ্গাপুর বিমানবন্দরে স্থানীয় নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ