প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীনের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
বুধবার ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আতাউর রহমান সরকার জানান, আগামীকাল ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেছে।
বিডি প্রতিদিন/আরাফাত