ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘দেশকে অস্থিতিশীল করতে নানা রকম ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদীরা। সাধারণ মানুষের আরাম আয়েশ ফ্যাসিস্ট হাসিনার সহ্য হয় না। এ জন্যই বিদেশের বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র রুখে দেবে তরুণ ছাত্র-জনতা।’
বৃহস্পতিবার রাজধানীর ডেমরায় তাজমহল রোডের খেলার মাঠে বিজয় দিবস নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, ‘হাসিনা ভারতে বসে দেশের শান্তি বিনষ্ট করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তাকে যে কোনো মূল্যে দেশে এনে জুলাই হত্যার বিচার করতে হবে। নয় তো জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের মর্যাদা রক্ষা হবে না। শহীদদের আত্মার শান্তির জন্য হাসিনার বিচার অতি গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমানুল্লাহ বক্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এসএম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনিসুজ্জামান। এছাড়াও ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান রিপন, ৬৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি শুভ হোসেন বাবু, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক শৈকত পণ্ডিত, ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শআ