বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গত দেড় দেশকে দেশের কৃষকের শরীর ক্ষীণ থেকে ক্ষীণতর হলেও পতিত স্বৈরাচারের লোকজন ও দোসররা শরীরে, সম্পদে, শক্তিতে মোটাতাজা হয়েছে।
আজ বুধবার বিকেলে যশোর সদর উপজেলার লেবুতলা মাঠে কৃষক দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ, কীটনাশক ও কৃষি উপকরণ পায়নি। একদিকে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়নি, অন্যদিকে ভোক্তাকে উচ্চমূল্য দিতে হয়েছে। মাঝখানে বসে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে পালিয়ে যাওয়া স্বৈরাচারের লোকজন।
অমিত বলেন, ছাত্র-জনতার আন্দোলনে সেই ফ্যাসিস্ট স্বৈরাচার ও তার লোকজন পালিয়ে গেলেও দেশে-বিদেশে বসে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে সুসংগঠিত করে ব্যালটের মাধ্যমে বিগত দিনের সব অপকর্মের জবাব দেওয়ার জন্য বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি।
লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা আনোয়ারুল ইসলাম হ্যাপির সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম, জেলা কৃষক দলের সভাপতি মকবুল হোসেন, স্থানীয় কৃষক জহুরুল ইসলাম, খায়রুল ইসলাম, শহিদুল ইসলাম ও দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা