সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে কুড়িগ্রামে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন গতকাল বিকেলে এ মামলা দায়ের করেন।
কুড়িগ্রাম দুদকের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী জানান, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের পুত্র রাকিবুজ্জামান আহমেদকে এ মামলায় এক নম্বর আসামি করা হয়। তার বিরুদ্ধে ২ কোটি ১১ লাখ ২৪ হাজার ৪০০ টাকা অবৈধ সম্পদ অর্জনের এবং ১০টি ব্যাংক হিসাবে ১১ কোটি ২৬ লাখ ৩৪ হাজার ৫৭৪ টাকা জমা ও ১১ কোটি ১৬ লাখ ৬৮ হাজার ৪১১ টাকা সন্দেহজনক উত্তোলনসহ সর্বমোট ২২ কোটি ৪৩ লাখ ২ হাজার ৯২৫ টাকার সঠিক বৈধ উৎস ও ব্যাখ্যা না থাকায় সন্দেহজনক লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়।
একইসঙ্গে সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকেও দুই নম্বর আসামি করা হয়। তার বিরুদ্ধেও ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে অর্জিত অবৈধ অর্থকে বৈধ করতে ছেলের নামে সম্পদ করতে ও তা দখলে আনতে সহায়তা করার অভিযোগ আনা হয়। সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে লালমনিরহাট জেলাসহ দেশের বিভিন্ন এলাকা ঘটনাস্থল হিসেবে চিহ্নিত করা হয়। নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসন থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/এমআই