সমালোচনার মুখে নিজেদের শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের ১৩৪ সদস্যের প্রতিনিধি কমিটি বাতিল করেছে জাতীয় নাগরিক কমিটি। তারা বলছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার যেহেতু সরকারের একটি বিধিবদ্ধ সংস্থা, তাই সরাসরি জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত না করে সম্মানিত শিক্ষকদের স্বাধীন ও স্বতন্ত্রভাবে দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক কল্যাণে ও বৃহত্তর সংস্কারকাজে অবদান রাখা বেশি সমীচীন হবে।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি বাতিলের কথা জানায় জাতীয় নাগরিক কমিটি। এর আগে ১৯ জানুয়ারি শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের ১৩৪ সদস্যের প্রতিনিধি কমিটি ঘোষণা করেছিল তারা। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ছাত্র-জনতার অভ্যুত্থানে সমর্থন ও অংশগ্রহণকারী শিক্ষকদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষা ক্যাডাররা সরকারি কর্মকর্তা। আইন অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের সরাসরি কোনো রাজনৈতিক দল করার সুযোগ নেই। শিক্ষা ক্যাডারের কমিটি গঠনের পর থেকেই বিষয়টি তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক কমিটির সমালোচনায় মুখর হন অনেকে। এমন প্রেক্ষাপটে গতকাল শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি কমিটি বাতিলের কথা জানায় তারা।
গতকালের বিজ্ঞপ্তিতে জাতীয় নাগরিক কমিটি বলেছে, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশ বিনির্মাণে তরুণ নাগরিকদের জাতীয় ঐক প্রতিষ্ঠার একটি উদ্যোগের নাম জাতীয় নাগরিক কমিটি। এই সংগঠন ছাত্র–জনতার অভ্যুত্থানে অংশগ্রহণ ও সমর্থনকারী নানা শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে দেশ গঠনে কাজ করে যাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষা ক্যাডার, কর্মকর্তাসহ দেশের সম্মানিত শিক্ষকদের বড় একটি অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের শিক্ষকেরা আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করে জাতীয় নাগরিক কমিটি।’
জাতীয় নাগরিক কমিটি শিক্ষা ক্যাডারসহ সব শিক্ষকের সমন্বয়ে শিক্ষার মানোন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘এই লক্ষ্য বাস্তবায়নের জন্য শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি কমিটি গঠন করা হয়েছিল। তবে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার যেহেতু সরকারের একটি বিধিবদ্ধ সংস্থা, তাই সরাসরি নাগরিক কমিটির সঙ্গে যুক্ত না করে সম্মানিত শিক্ষকদের স্বাধীন ও স্বতন্ত্রভাবে দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক কল্যাণ এবং বৃহত্তর সংস্কারকাজে অবদান রাখা বেশি সমীচীন হবে। তাই শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি কমিটি বাতিল করা হচ্ছে।’
জাতীয় ও শিক্ষার স্বার্থে আগামীতে ফ্যাসিবাদবিরোধী শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নেতৃত্বে স্বতন্ত্র প্ল্যাটফর্মের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি সুন্দর শিক্ষাব্যবস্থা তৈরির লক্ষ্যে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত