জ্ঞাত আয়বহির্ভূত অর্ধশত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুদকের ঢাকা সম্মানিত জেলা কার্যালয়ে মামলা করা হয়।
এ বিষয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, নুরুন্নবী চৌধুরী শাওন নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৫১ কোটি ৯ লাখ ২৮ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে পাওয়া গেছে। একই সঙ্গে তার নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাবে ২০৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
অন্যদিকে নুরুন্নবীর স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত দুই কোটি ২০ লাখ ৬১ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।
বিডি প্রতিদিন/মুসা