বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে মডারেট রাজনীতি উপহার দিতে সক্ষম হবে বিএনপি। তার ঘোষিত ৩১ দফা ও অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে মিল রয়েছে। তাই খুব দ্রুত যৌক্তিক সময়ের মধ্যে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দিকে আমরা তাকিয়ে আছি, এখন এটাই সরকারের কাছে আমাদের সবচেয়ে বেশি প্রত্যাশা।
আজ মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় এ্যানি আরও বলেন, খেলাধুলাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে উৎফুল্লতা ও সুন্দর পরিবেশ তৈরিতে আমরা কাজ করছি। আর এসব কর্মকাণ্ডের মাধ্যমে অতীতের হানাহানি, অত্যাচার নির্যাতন, গুম-খুন-আয়নাঘর সৃষ্টির হাত থেকে সবাই মুক্তি পাবে। আমরা সমাজের সবাই মিলেমিশে একটা পরিবারের মতো থাকতে চাই এবং সেই সুযোগটা আমরা যারা রাজনীতি করি তাদেরকেই করে দিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে একটা স্বাভাবিক রাজনীতি, সামাজিক সুন্দর পরিবেশ, অর্থনৈতিক শৃঙ্খলা, উন্নয়নমূলক কাজ দরকার। দ্রব্যমূল্যের যেন ঊর্ধ্বগতি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে একদিকে সংস্কার অন্যদিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। বিগত সরকার সংস্কারতো করে নাই, বরং দেশটাকে পিছিয়ে দিয়েছে।
তিনি বলেন, একদলীয় শাসনের মাধ্যমে ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদ জম্ম দিয়েছে। আমরা একদলীয়, এক ব্যাক্তির ও এক ঘেয়েমি শাসন চাইনা। জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে চাই।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গিত পরিবেশন ও পতাকা উত্তোলন করেন অতিথিরা। পরে প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেমস ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান কোকোর কর্মময় জীবনের স্মৃতি চারণ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী কামরু, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি এম এ হাসেম, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুর রব শামীম, মহসিন কবীর স্বপন প্রমুখ।
এতে কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুব আলম মামুনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজু ও আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ।
পরে ট্রফি উম্মোচন, বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধনী খেলায় ড্রীম ইলেভেন ও মোবারক কলোনী মুখোমুখি হন। টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নেয় বলে জানান আয়োজকরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ