ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘আমাদের ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে। যেখানে সন্ত্রাস ও নৈরাজ্য হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।’
রবিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার অন্তর্ভুক্ত ৫০ নং ওয়ার্ড কৃষকদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, ‘দেশের চলমান সংকট মোকাবিলা করতে দেশের রাষ্ট্র ক্ষমতায় একটি নির্বাচিত সরকার দরকার। তাই বিএনপি ও দেশের মানুষ প্রত্যাশা করে দ্রুতই নির্বাচনের রোডম্যাপ দেবে অন্তর্বর্তী সরকার। নির্বাচনে যত বিলম্ব হবে, ততই রাজনীতি ও অর্থনীতিতে সংকট তৈরি হবে।’
তিনি বলেন, ‘বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। যারাই ষড়যন্ত্র করেছে তারাই জনগণের মাধ্যমে প্রত্যাখ্যাত হয়ে আস্তাকুঁড়ে চলে গেছে। বিএনপি জনগণের দল। বিএনপির শিকড় বাংলাদেশের মাটির অনেক ভেতরে, জনগণের হৃদয়ের মণিকোঠায়।’
নবীউল্লাহ নবী আরও বলেন, ‘মনে রাখতে হবে জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। দেশনায়ক তারেক রহমান বাঙালি জাতিকে একটি মানবিক রাষ্ট্র উপহার দিতে চান। তাঁর নেতৃত্বে দেশের সকল গণতন্ত্রকামী মানুষ আজ ঐক্যবদ্ধ।’
যাত্রবাড়ী থানা কৃষকদলের সভাপতি লুৎফর রহমান স্বপনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের আহ্বায়ক হাজী কামাল হোসেন ও প্রধান বক্তা ছিলেন সংগ্রামী সদস্য সচিব মীর হাসান কামাল তাপস। যাত্রবাড়ী থানা কৃষকদলের সভাপতি লুৎফর রহমান স্বপনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের আহ্বায়ক হাজী কামাল হোসেন ও প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মীর হাসান কামাল তাপস। এছাড়াও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এহতেশাম উদ্দিন নকীব, ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল মোল্লা, সাধারণ সম্পাদক আহসানুল কবির, সাংগঠনিক সম্পাদক মাসুদ, তারিকুল ইসলাম তারেকসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/শফিক