ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘স্বৈরাচারী হাসিনার দোসররা এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এছাড়া গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করতে হলে তার পূর্বশর্ত হলো নির্বাচন। তাই অন্তর্বর্তী সরকারের উচিৎ দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করা।’
শনিবার রাজধানীর ডেমরায় ৬৭ ও ৬৮ নম্বর ওয়ার্ডের স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এসময় ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবীউল্লাহ নবী বলেন, ‘বিএনপিতে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী ও অনুপ্রবেশকারীর স্থান হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ঢাকা-৫ আসনে যত বড় চাঁদাবাজ ও সন্ত্রাসী হোক না কেন- নেতাকর্মীরা তাদের শক্ত হাতে প্রতিহত করবে।’
এসময় তিনি রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন।
নবীউল্লাহ নবী আরও বলেন, ‘জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। দেশনায়ক তারেক রহমান বাঙালি জাতিকে একটি মানবিক রাষ্ট্র উপহার দিতে চান। তাঁর নেতৃত্বে দেশের সকল গণতন্ত্রকামী মানুষ আজ ঐক্যবদ্ধ।’
বিডি-প্রতিদিন/শফিক