ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, দেশের তাগড়া তাগড়া যুবক, স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদরাসার ছাত্র ও খেটে খাওয়া মেহনতি শ্রমিকদের যখন হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়... যখন জনগণের রক্তে এই দেশ ভাসছিল। তখন সেই দেশের শাসক খাওয়ার জন্য তার বাসায় ১২ পদের খাবার প্রস্তুত করেছিল। এটা শুধু তাদের জন্যই সম্ভব হয়েছিল। কারণ তারা রাষ্ট্র ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিল।
গতকাল মঙ্গলবার রাতে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষনদিয়া মাঠে মাওলানা ছায়েনুদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, আমাদের দেশের প্রচলিত পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। এই রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতায় আসার পর রাজনৈতিক নেতারা ও তাদের সঙ্গে থাকা বেকার যুবকেরা মনে করে, আগে অন্যরা চাঁদাবাজি করেছে, এখন থেকে আমরা করব।
তিনি বলেন, শেখ হাসিনাকে তো এখন আর দেখা যায় না। ৭৭ বছরের শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় যেন প্রতি বছর তার বয়স কমছিল। ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার মাত্র এক বছর পর শেখ হাসিনার চেহারার দিকে তাকিয়ে দেখবেন কেমন দেখা যায়।
ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা রেজাউল হক বিন ছায়েনুদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার ঢালকানগর মাদরাসার মুহতামিম মুফতি জাফর আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ফরিদপুর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা লিয়াকত আলী, মুফতি কামরুজ্জামান, আল্লামা হেলালুদ্দিন, মাওলানা মিজানুর রহমান ও মাওলানা মাহবুবুর রহমানসহ অনেকে।
বিডি প্রতিদিন/কেএ