শহীদ জিয়ার আদর্শকে ধারণ করতে হবে জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি জনগণের সরকার গঠনে আমাদের কাজ করতে হবে। বিএনপির প্রতি গণমানুষের অকুণ্ঠ সমর্থন দেখে ফ্যাসিবাদীরা নতুন ষড়যন্ত্র শুরু করেছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’
শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যাত্রাবাড়ী থানা যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নবীউল্লাহ নবী আরও বলেন, ‘প্রচণ্ড শীতে অনেক নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে। আমাদের সাধ্যমতো তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মনে রাখতে হবে বিএনপি গণমানুষের দল, যে কোনো পরিস্থিতিতে আমরা আপামর জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।’
এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যাত্রাবাড়ী থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক