প্রিয়াঙ্কা চোপড়া, বয়স চল্লিশের ঘর পেরিয়েছে। তবু উজ্জ্বলতা যেন তার দিনদিন বেড়েই চলেছে। প্রিয়াঙ্কা এক পডকাস্টে শেয়ার করেছেন তার রূপের রহস্য...
সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্যের রহস্য নিয়ে চর্চা ভালোই হয়। ৪০ পেরিয়েও এমন মসৃণ এবং পেলব ত্বক ধরে রাখা সহজ নয়। কিন্তু প্রিয়াঙ্কা পেরেছেন। চেহারায় ছাপ পড়তে দেননি বয়সের। তবে শুধু ত্বক নয়, প্রিয়াঙ্কার চুলের জৌলুস কম নয়। কীভাবে নিজের রূপচর্চা করেন তা নিয়ে কৌতূহল তো আছেই। Vogue India-এর এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তার প্রিয় প্রাকৃতিক স্ক্রাব এবং মাস্ক রেসিপি শেয়ার করেন। এর উপাদানগুলো ঘরে পেয়ে যাবেন। তবে এগুলো ব্যবহারের আগে ডার্মাটোলজিস্ট ডা. শিখা খারে বলেন, অতিরিক্ত ঘষা ত্বকে সংবেদনশীলতা, লালচে ভাব, এমনকি অনাকাক্সিক্ষত দাগের কারণ হতে পারে। তা ছাড়া সংবেদনশীল ত্বক হলে, অত্যন্ত সাবধানে এসব উপাদান ব্যবহার করুন, যেন সামান্য ক্ষতও এড়ানো যায়।
শুষ্ক স্ক্যাল্পের ট্রিটমেন্ট
যারা স্ক্যাল্পের শুষ্কতা বা খুশকির সমস্যায় ভুগছেন, তাদের জন্য প্রিয়াঙ্কার এই মাস্ক আদর্শ। যা প্রাকৃতিক উপাদানে ভরপুর।
উপাদান : পূর্ণ ফ্যাট দই, মধু এবং ডিম।
যেভাবে বানাবেন : একটি বাটিতে একটি বড় চামচ দই নিন। এতে ১ চা চামচ মধু এবং একটি ডিম ফাটিয়ে ভালোভাবে মিশিয়ে স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট পরে মাইল্ড শ্যাম্পু বা গরম পানিতে ধুয়ে ফেলুন। প্রিয়াঙ্কার মতে, দই স্ক্যাল্পকে হাইড্রেট করে এবং ঠান্ডা রাখে, ফলে চুল থাকে সতেজ।
ফুল বডি স্ক্রাবিং (এক্সফোলিয়েশন)
এই বডি স্ক্রাব ত্বককে এক্সফোলিয়েট করে, ময়েশ্চারাইজ করে। প্রিয়াঙ্কার পরামর্শ- প্রথমে একটি প্যাচ টেস্ট করুন, এতে অ্যালার্জির সমস্যা থাকলে তা বোঝা যাবে।
উপাদান : ১ কাপ বেসন, ১ বড় চামচ সাদা দই, দুধ (পূর্ণ ফ্যাট বা লো-ফ্যাট- ত্বক অনুযায়ী), লেবু, চন্দন গুঁড়া, হলুদ গুঁড়া।
যেভাবে বানাবেন : একটি বাটিতে বেসন এবং দই মিশিয়ে নিন। এতে সামান্য লেবুর রস দিন। এরপর দুধ, এক চিমটি চন্দন গুঁড়া এবং সামান্য হলুদ ছিটিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি শরীরে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে আলতোভাবে ঘষে তুলুন এবং ধুয়ে ফেলুন। প্রিয়াঙ্কার মতে, তৈলাক্ত ত্বকের জন্য লো-ফ্যাট এবং নন-ফ্যাট দই ব্যবহার করুন।
কোমল ও মসৃণ ঠোঁটের স্ক্রাব
ঠোঁট শুষ্ক বা ফাটা হলে, প্রিয়াঙ্কার এই লিপ স্ক্রাব আপনার জন্য উপকারী হতে পারে।
উপাদান : সামুদ্রিক লবণ, শতভাগ বিশুদ্ধ ভেজিটেবল গ্লিসারিন এবং গোলাপ জল।
যেভাবে বানাবেন : একটি বাটিতে উপাদানগুলো মিশিয়ে নিন। মিশ্রণটি আলতোভাবে ঠোঁটে ম্যাসাজ করুন।
তথ্যসূত্র : ভোগ ম্যাগাজিন
বিডি প্রতিদিন/এমআই