দেশে মৎস্য উৎপাদনে ভালো অবস্থান থাকার পরও এতদিন রপ্তানিতে পিছিয়ে ছিল এ খাত। এখন হিমায়িত ও জ্যান্ত মাছ, চিংড়ি ও কাঁকড়াসহ অন্যান্য খাতে রপ্তানি বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য মতে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) হিমায়িত মাছ, জ্যান্ত মাছ, চিংড়ি ও কাঁকড়া রপ্তানি আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ দশমিক ১৮ মিলিয়ন ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মতে, ২০২৩-২৪ অর্থবছরে হিমায়িত মাছ, জ্যান্ত মাছ, চিংড়ি ও কাঁকড়াসহ রপ্তানি হয়েছে ৩৭৬ দশমিক ৬৮ মিলিয়ন ডলারের। ২০২৪-২৫ অর্থবছরের আট মাসেই ৩১৬ দশমিক ১৮ মিলিয়ন ডলারের রপ্তানি হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মাসে এ খাতে রপ্তানি হয়েছে ২৭৬ দশমিক ২৬ মিলিয়ন ডলার। গত অর্থবছরের এ সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৪৫ শতাংশ। মাসের হিসাবে ২০২৩-২৪ অর্থবছরের ফেব্রুয়ারি মাসে রপ্তানি হয়েছে ২৫ দশমিক ৭৭ মিলিয়ন ডলারের। ২০২৪-২৫ অর্থবছরের ফেব্রুয়ারি মাসে রপ্তানি বেড়ে হয়েছে ৩২ দশমিক ৬৪ মিলিয়ন ডলারের। মাসের তুলনায়ও ২৬ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে।
এর মধ্যে তাজা মাছ রপ্তানি হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের ২৪ দশমিক ৭১ মিলিয়ন ডলারের। ২০২৪-২৫ অর্থবছরের আট মাসেই ১৭ দশমিক ২৯ মিলিয়ন ডলারের মাছ রপ্তানি হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মাসে এ খাতে রপ্তানি হয়েছে ১৬ দশমিক ২৯ মিলিয়ন ডলার। গত অর্থবছরের এ সময়ের তুলনায় এ সময়ে জ্যান্ত মাছের রপ্তানি বেড়েছে ৬ দশমিক ১৪ শতাংশ। মাসের হিসেবে ২০২৩-২৪ অর্থবছরের ফেব্রুয়ারি মাসে রপ্তানি হয়েছে ১ দশমিক ৩৭ মিলিয়ন ডলারের। ২০২৪-২৫ অর্থবছরের ফেব্রুয়ারি মাসে রপ্তানি বেড়ে হয়েছে ১ দশমিক ৪৯ মিলিয়ন ডলারের। মাসের তুলনায়ও ৮ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। হিমায়িত মাছ রপ্তানি হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের ৭৭ দশমিক ৪১ মিলিয়ন ডলারের। ২০২৪-২৫ অর্থবছরের আট মাসেই ৬৪ দশমিক ৭৪ মিলিয়ন ডলারের হিমায়িত মাছ রপ্তানি হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মাসে এখাতে রপ্তানি হয়েছে ৫৭ দশমিক ৯২ মিলিয়ন ডলার। গত অর্থবছরের এ সময়ের তুলনায় এ সময়ে হিমায়িত মাছের রপ্তানি বেড়েছে ১১ দশমিক ৭৭ শতাংশ। মাসের হিসাবে ২০২৩-২৪ অর্থবছরের ফেব্রুয়ারি মাসে রপ্তানি হয়েছে ৬ দশমিক ৭২ মিলিয়ন ডলারের। ২০২৪-২৫ অর্থবছরের ফেব্রুয়ারি মাসে রপ্তানি বেড়ে হয়েছে ৯ দশমিক ২ মিলিয়ন ডলারের। মাসের তুলনায়ও ৩২ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। চিংড়ির ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি হয়েছে ২৪৮ দশমিক ৩২ মিলিয়ন ডলারের। ২০২৪-২৫ অর্থবছরের আট মাসেই ২১৫ দশমিক ৯১ মিলিয়ন ডলারের চিংড়ি রপ্তানি হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মাসে এ খাতে রপ্তানি হয়েছে ১৮৪ দশমিক ৪৫ মিলিয়ন ডলার। গত অর্থবছরের এ সময়ের তুলনায় এ সময়ে হিমায়িত মাছের রপ্তানি বেড়েছে ১৭ দশমিক ০৬ শতাংশ। মাসের হিসাবে ২০২৩-২৪ অর্থবছরের ফেব্রুয়ারি মাসে রপ্তানি হয়েছে ১৫ দশমিক ৫৩ মিলিয়ন ডলারের। ২০২৪-২৫ অর্থবছরের ফেব্রুয়ারি মাসে রপ্তানি বেড়ে হয়েছে ১৯ দশমিক ১৪ মিলিয়ন ডলারের। মাসের তুলনায়ও ২৩ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। কাঁকড়া রপ্তানি ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি হয়েছে ৯ দশমিক ২৪ মিলিয়ন ডলারের। ২০২৪-২৫ অর্থবছরের আট মাসেই ৮ দশমিক ৫৯ মিলিয়ন ডলারের কাঁকড়া রপ্তানি হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মাসে এ খাতে রপ্তানি হয়েছে ৫ দশমিক ৮১ মিলিয়ন ডলার। গত অর্থবছরের এ সময়ের তুলনায় কাঁকড়া রপ্তানি বেড়েছে ৪৭ দশমিক ৮৫ শতাংশ।